পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের পর আদিয়ালা জেল প্রশাসন জানায়, imran khan-কে জেল থেকে সরানো হয়নি এবং তিনি সুস্থ আছেন। রাওয়ালপিন্ডির এই কারাগার থেকে জিও নিউজকে কর্মকর্তারা বলেন তাঁর স্বাস্থ্যের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। সব ধরনের চিকিৎসা সেবা তিনি নিয়মিত পাচ্ছেন।
PTI দলের পক্ষ থেকে সরকারকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানানো হয়। তাদের দাবি ইমরান খানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অবিলম্বে নিশ্চিত করতে হবে। তাঁর তিন বোন গত সপ্তাহে জেলের বাইরে অবস্থানকালে পুলিশের ‘brutal’ হামলার তদন্ত দাবি করেন। তার পর থেকেই গুজব বাড়তে থাকে।
এদিকে ‘Afghanistan Times’ নামের একটি সোশ্যাল হ্যান্ডেল দাবি করে যে “বিশ্বস্ত সূত্র” নাকি জানিয়েছে imran khan-কে হত্যা করা হয়েছে এবং মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ দাবি কোনও সরকারি সংস্থা, আদালত বা বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম নিশ্চিত করেনি।
ইমরান খান আগস্ট ২০২৩ থেকে জেলে বন্দি। এক মাসেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারেনি। খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সাতবার চেষ্টা করেও ব্যর্থ হন।
ইমরান খানের বোনরা অভিযোগ করেন শান্তিপূর্ণ প্রতিবাদের সময় হঠাৎ রাস্তার লাইট নিভিয়ে পুলিশ তাদের ওপর হামলা চালায়। নুরিন নিয়াজির দাবি “৭১ বছর বয়সেও আমাকে চুল ধরে রাস্তায় ফেলে টেনে নিয়ে যাওয়া হয়েছে।” অন্য নারীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
সবশেষে আদিয়ালা জেল কর্তৃপক্ষ আবারও জানায় ইমরান খানের মৃত্যু নিয়ে সব দাবি “ভিত্তিহীন ও অসত্য” এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত রয়েছে।


