Special Tet

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা আরও শক্তিশালী করতে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অবশেষে Special TET 2025 আয়োজনের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে জানানো হয়েছে, এই Special TET 2025 পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)-র হাতে। দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সরাসরি প্রাথমিক পর্ষদের সচিবকে এই নির্দেশ পাঠিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে।

মেমোর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

এই বিষয়ে জারি করা মেমোর নম্বর 454-SED-13030/3/2022-ELEMN SEC। মেমোটি প্রকাশিত হয়েছে ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে। এই পরীক্ষার নোডাল এজেন্সি হিসেবে দায়িত্বে থাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূল লক্ষ্য হলো রাজ্যের প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।

২৩০৮ পদে নিয়োগের সুযোগ কেন Special TET 2025 গুরুত্বপূর্ণ

গত নভেম্বর মাসে রাজ্যে ২৩০৮টি স্পেশাল এডুকেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে শর্ত ছিল, আবেদনকারীদের অবশ্যই TET পাশ হতে হবে। এই শর্তের কারণে বহু প্রশিক্ষিত প্রার্থী সমস্যায় পড়েছিলেন। কারণ অনেকেরই স্পেশাল এডুকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও সাধারণ TET পাশ ছিল না।

এরপর প্রাথমিক পর্ষদের তরফে জানানো হয়েছিল, এই প্রার্থীদের জন্য আলাদা করে Special TET নেওয়া হবে। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। এবার যাঁরা স্পেশাল এডুকেশনে প্রশিক্ষিত কিন্তু সাধারণ TET পাশ করেননি, তাঁরাও Special TET 2025 পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁরা সরাসরি ওই ২৩০৮টি শূন্যপদে নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন।

দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে স্পষ্ট, রাজ্য সরকার এবার আইনি জট কাটিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে চাইছে। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, বর্তমান নিয়ম বা Extant Rules মেনেই Special TET 2025 পরীক্ষা নেওয়া হবে।

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *