Apple-এর পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 সিরিজ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন এই সিরিজে থাকছে 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা আগের মডেলগুলির তুলনায় বিশাল আপগ্রেড হতে চলেছে। শুধু তাই নয়, iPhone 18 Pro সিরিজে ট্রান্সপারেন্ট ডিজাইন এবং Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone নিয়েও রয়েছে প্রবল জল্পনা।
iPhone 18 সিরিজে 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
বর্তমানে iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেলগুলিতে 18 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। কিন্তু iPhone 18 সিরিজে সেই জায়গায় যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেলের উন্নত ক্যামেরা সেন্সর। মার্কিন সংস্থা জেপি মর্গ্যান (JP Morgan)-এর রিপোর্ট অনুযায়ী, iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2 এবং Apple-এর প্রথম ফোল্ডেবল মডেল – সবগুলিতেই একই 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
এই নতুন সেন্সর আরও শার্প ইমেজ তুলতে সক্ষম হবে এবং কম আলোতেও পরিষ্কার ছবি দেবে। এছাড়া উন্নত পোট্রেট শট ও ভিডিও কলের অভিজ্ঞতাও হবে আরও নিখুঁত। Apple-এর ‘সেন্টার স্টেজ’ প্রযুক্তির সঙ্গে মিলিয়ে এই নতুন ক্যামেরা ফ্রেমে মুখ শনাক্ত করতে আরও দ্রুত কাজ করবে বলে আশা করা হচ্ছে।
Foldable iPhone: স্ক্রিনের নিচে লুকানো ক্যামেরা
সবচেয়ে বড় চমক হতে পারে Apple-এর Foldable iPhone। রিপোর্টে বলা হয়েছে, এই মডেলেও থাকবে একই 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তবে তা স্ক্রিনের নিচে লুকানো থাকবে। অর্থাৎ, এতে থাকবে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা, যা বাইরে থেকে দেখা যাবে না।
এতে কোনও নচ বা কাটআউট থাকবে না, ফলে ব্যবহারকারীরা পাবেন একদম ফুল-ডিসপ্লে অভিজ্ঞতা। এটি হতে পারে Apple-এর ইতিহাসে প্রথম ফোন যেখানে ক্যামেরা স্ক্রিনের নিচে বসানো থাকবে। এর ফলে ডিজাইন হবে আরও নিখুঁত ও আধুনিক।
বাজেট মডেলে আপগ্রেডের সম্ভাবনা কম
Apple সাধারণত তার বাজেট সিরিজে প্রিমিয়াম ফিচার যোগ করতে সময় নেয়। রিপোর্ট অনুযায়ী, iPhone 17e এবং আগামী iPhone 18e মডেলে কোনও বড় ক্যামেরা আপগ্রেড আসছে না। এই ফোনগুলিতে আগের মতোই 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে।
অর্থাৎ, কোম্পানি এখনও প্রিমিয়াম ও বাজেট সিরিজের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখতে চায়। যারা সেলফি বা ভিডিও কলে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য মূলত iPhone 18 Pro বা Pro Max মডেলই উপযুক্ত হবে।
iPhone 18 Pro সিরিজে ট্রান্সপারেন্ট ডিজাইন
Apple-এর ডিজাইন টিম এবার বড় পরিবর্তন আনতে চলেছে। গুজব অনুযায়ী, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ব্যাক প্যানেল দেখা যেতে পারে। এই ডিজাইন Nothing ফোন ও HTC-এর অনুপ্রেরণায় তৈরি হতে পারে।
তবে iPhone 18 Pro Max-এর ব্যাটারি অংশে থাকবে স্টিল কভার, যা ফোনের গঠনকে আরও শক্তিশালী করবে। এছাড়া Pro মডেলের ক্যামেরায় DSLR-এর মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তিও যুক্ত হতে পারে, যার ফলে ব্যবহারকারী আলোর পরিস্থিতি অনুযায়ী অ্যাপারচার নিয়ন্ত্রণ করতে পারবেন।
পারফরম্যান্স ও লঞ্চ টাইমলাইন
নতুন iPhone 18 সিরিজে A19 Bionic চিপ ব্যবহৃত হতে পারে, যা আরও উন্নত এআই প্রসেসিং ও পাওয়ার ম্যানেজমেন্ট দেবে। ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্সে এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত iPhone লাইনআপ।
Apple সাধারণত প্রতি বছর সেপ্টেম্বরে তার ফ্ল্যাগশিপ লঞ্চ করে, তাই ধারণা করা হচ্ছে iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2, এবং ফোল্ডেবল iPhone 2026 সালের সেপ্টেম্বরে উন্মোচিত হবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড iPhone 18 ও iPhone 18e মডেল 2027 সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে।
ন iPhone 18 হবে আলাদা
- 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা – আরও শার্প ও ডিটেইলড ইমেজ।
- আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি – প্রথমবার ফুল-স্ক্রিন অভিজ্ঞতা।
- ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন – ফিউচারিস্টিক লুক ও প্রিমিয়াম ফিনিশ।
- ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স – DSLR-এর মতো ফটোগ্রাফির সুবিধা।
- নতুন চিপসেট ও উন্নত ব্যাটারি লাইফ – দ্রুত পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যবহার।
Apple-এর নতুন iPhone 18 সিরিজ শুধুমাত্র ক্যামেরা নয়, ডিজাইন ও প্রযুক্তিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফোল্ডেবল মডেল, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, এবং 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা—এই তিনটি ফিচার একত্রে iPhone 18 সিরিজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।










