ট্রেনে যাত্রার সময় অনেক যাত্রীই প্রয়োজনের তুলনায় বেশি মালপত্র সঙ্গে নিয়ে ওঠেন। কিন্তু এবার থেকে আর ইচ্ছেমতো লাগেজ নিয়ে ট্রেনে ওঠা যাবে না। Indian Railways স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সীমার বেশি ওজন হলে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ফি।
সম্প্রতি লোকসভায় এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য অনুযায়ী, বিমান যাত্রার মতোই রেল যাত্রাতেও লাগেজ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম বহুদিন ধরেই চালু রয়েছে, তবে অনেক যাত্রী তা জানেন না।
Indian Railways-এ লাগেজ নিয়ে কী বললেন রেলমন্ত্রী
লোকসভায় সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডির প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান, Indian Railways-এ যাত্রীদের লাগেজ বহনের জন্য আলাদা আলাদা ওজনসীমা নির্ধারিত আছে। এই সীমা যাত্রীর কোচ বা শ্রেণির উপর নির্ভর করে।
রেলমন্ত্রী স্পষ্ট করেন, সাধারণভাবে ৩৫ কেজির বেশি লাগেজ হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়। তবে অনেক ক্ষেত্রেই যাত্রীরা না জেনেই নিয়ম ভেঙে ফেলেন, যার ফলে ট্রেনে ওঠার পর বাড়তি খরচ গুনতে হয়।
কোন কোচে কত কেজি লাগেজ নেওয়া যাবে
Indian Railways-এর নিয়ম অনুযায়ী বিভিন্ন শ্রেণির যাত্রীদের জন্য লাগেজ বহনের সীমা আলাদা—
- সেকেন্ড ক্লাস যাত্রী: সর্বাধিক ৩৫ কেজি
- স্লিপার ক্লাস যাত্রী: সর্বাধিক ৪০ কেজি
- এসি থ্রি টিয়ার: সর্বাধিক ৪০ কেজি
- এসি টু টিয়ার: সর্বাধিক ৫০ কেজি
- এসি ফার্স্ট ক্লাস: সর্বাধিক ৭০ কেজি
এই সীমার বেশি লাগেজ থাকলে যাত্রীদের অতিরিক্ত ফি দিতে হবে, যা রেলের নির্ধারিত চার্জ অনুযায়ী হিসাব করা হয়।
বেশি লাগেজ হলে কীভাবে নেওয়া যাবে অনুমতি
যদি কোনও যাত্রী নির্ধারিত সীমার বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে চান, তাহলে Indian Railways আগাম বুকিংয়ের সুযোগ দেয়। তবে এই ক্ষেত্রে লাগেজ রেটের দেড় গুণ ফি দিতে হবে।
আগাম বুকিং না করলে ট্রেনে ওঠার সময় জরিমানা বা অতিরিক্ত চার্জ আরোপ করা হতে পারে। তাই যাত্রার আগে লাগেজের ওজন মেপে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বড় ট্রাঙ্ক বা বক্স নিয়ে যাত্রার নিয়ম
ট্রাঙ্ক, বড় স্যুটকেস বা ভারী বক্স যাত্রীরা সঙ্গে নিতে পারেন, তবে সেগুলির আয়তন যদি যাত্রী কম্পার্টমেন্টে রাখার উপযোগী না হয়, তাহলে তা সঙ্গে রাখা যাবে না।
Indian Railways জানিয়েছে, এই ধরনের বড় লাগেজ পার্সেল ভ্যানে পাঠাতে হবে। যাত্রী কোচে রাখার চেষ্টা করলে জরিমানা হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, ট্রেনে যাত্রার আগে লাগেজের ওজন ও আকার সম্পর্কে সচেতন হওয়া এখন অত্যন্ত জরুরি। Indian Railways নিয়ম না মানলে বাড়তি খরচ যে করতেই হবে, তা স্পষ্ট করে দিয়েছে।
অপ্রয়োজনীয় ঝামেলা ও অতিরিক্ত খরচ এড়াতে যাত্রার আগে লাগেজ পরিকল্পনা করে নেওয়াই এখন বুদ্ধিমানের সিদ্ধান্ত।





