চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। কলকাতা মেট্রো নতুন করে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ শর্তে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। মোট ১২৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যাদের কাছে আইটিআই ডিগ্রি রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীদের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই মেডিক্যাল ফিটনেস থাকতে হবে।
এই প্রশিক্ষণ চলবে মূলত ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট ও ওয়েল্ডার ট্রেডে।
তবে এক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণদের অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) অনুমোদিত কেন্দ্র থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) পাশ করা থাকতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে kolkata metro কর্তৃপক্ষ।
কীভাবে আবেদন করবেন?
যাঁরা এই প্রশিক্ষণে আগ্রহী, তাঁদের প্রথমে Apprenticeship India ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনপত্রের সঙ্গে ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে।
এরপর kolkata metro রেলের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৩শে ডিসেম্বর।
Kolklata Metro চাকরির আবেদন ফি কত?
- জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা
- SC, ST ও মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না
ফি শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। এই নিয়মগুলি নির্ধারণ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?
প্রার্থীদের দশম শ্রেণীর প্রাপ্ত নম্বর এবং আইটিআই পরীক্ষার শতাংশ নম্বর – এই দুটির ভিত্তিতেই বাছাই করা হবে।
উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
এছাড়াও স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।
প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। সূত্রের খবর অনুযায়ী, এই ভাতা মাসিক প্রায় ১৮০০ টাকা হতে পারে। এই সুযোগটি দিচ্ছে kolkata metro, যা নতুন প্রজন্মের জন্য বড় কর্মসংস্থানের রাস্তা খুলে দিল।





